নবনির্বাচিতদের শপথ বুধবার

Newly elected parliament member are sworn in on Wednesday

নবনির্বাচিতদের শপথ বুধবার
ছবি- অনলাইন হতে সংগৃহীত

শাহাদাত হোসেন রিটনঃ

 জাতীয় সংসদ নির্বাচনে ভোটে সদ্য  নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবারই অনুষ্ঠিত হবে। যদিও এর আগে বৃহস্পতিবার শপথের কথা জানা গিয়েছিল। এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

মঙ্গলবার চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত  করেছেন। 

তবে এর আগে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ডিসেম্বর ৯, অদ্য মঙ্গলবার  নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে।
 
শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। ইতোমধ্যে শপথ গ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

ক্রাইম ডায়রি /জাতীয়