পোষ্ট অফিসে দুদকের অভিযানঃ সঞ্চয়পত্রের মুনাফা আত্মসাতের অভিযোগ

ACC operation at the post office: Allegations of embezzlement of profits from savings certificates

পোষ্ট অফিসে দুদকের অভিযানঃ সঞ্চয়পত্রের মুনাফা আত্মসাতের অভিযোগ

অভিযুক্ত ব্যক্তিগণ পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের কয়েকজন গ্রাহকের নিকট থেকে ১০% উৎস কর কর্তন করে ৫% সরকারি কোষাগারে দিয়ে বাকি ৫% আত্মসাৎ করেছে

আতিকুল্লাহ আরেফিন রাসেলঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুদকের একটি অনুসন্ধানী টিম কুষ্টিয়া জেলার খোকসা থানার জানিপুর পোস্ট অফিসে অভিযান পরিচালনা করে পোস্ট মাস্টার এবং এটুআই এর কম্পিউটার উদ্যোক্তা মামুন আলী এর বিরুদ্ধে সঞ্চয়পত্র ক্রয়কারী গ্রাহকদের মুনাফার অর্থ প্রতারণার মাধ্যমে কম প্রদান করে আত্মসাৎ করার অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে।

দুদক সুত্রে জানা গেছে, দূর্নীত দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়-কুষ্টিয়া'র উপসহকারী পরিচালক নীল কোমল পাল-এর নেতৃত্বে অক্টোবর  ০৪, ২০২১ইং তারিখে ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে একটি অভিযান পরিচালনা করে।

টিম সরেজমিনে উক্ত দপ্তর পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়ে পোস্টমাস্টার ও কম্পিউটার উদ্যোক্তা মামুন আলীসহ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করেছে। পোস্ট অফিসে রক্ষিত রেজিস্ট্রার বইয়ে সঠিকভাবে তথ্য সংরক্ষণ করা হয়নি এবং এতে প্রচুর কাঁটাছেড়া ও ঘষামাজার প্রমাণ রয়েছে। দুদক টিম কুপনসহ সংশ্লিষ্ট তথ্য প্রমাণ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে।

এতে দেখা যায়,  অভিযুক্ত ব্যক্তিগণ পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের কয়েকজন গ্রাহকের নিকট থেকে ১০% উৎস কর কর্তন করে ৫% সরকারি কোষাগারে দিয়ে বাকি ৫% আত্মসাৎ করেছে। দুদকের ভেরিফায়েড ফেসবুক পেইজে এর প্রাথমিক সত্যতা রয়েছে বলে জানানো হয়েছে ।

এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে দুদক টিম তা পর্যালোচনাপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে দুদক সুত্রে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা