লক্ষীপুরে আইনজীবির মোবাইল ও তথ্য চুরি: ষড়যন্ত্রের আশংকা

লক্ষীপুরে অ্যাডভোকেট সাইফ উদ্দিন খোকনের মোবাইল চুরি করে নিয়ে পরে ফেরত দিয়ে যায়  একজন দুস্কৃতকারী।

লক্ষীপুরে আইনজীবির মোবাইল ও তথ্য চুরি: ষড়যন্ত্রের আশংকা
ছবি- অ্যাডভোকেট সাইফ উদ্দিন খোকন

আমার ফোনে থাকা অনেক ব্যক্তিগত তথ্য /ডকুমেন্টস চুরি হয়ে গেছে। আমার কাছে অপরিচিত এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিছু দাবি করে বলে তার কাছ থেকে উক্ত তথ্য ফেরত নিতে হলে আমি তার কিছু চাহিদা পূরন করতে হবে ।

ক্রাইম ডায়রি ডেস্ক:

লক্ষীপুরে অ্যাডভোকেট সাইফ উদ্দিন খোকনের মোবাইল চুরি করে নিয়ে পরে ফেরত দিয়ে যায়  একজন দুস্কৃতকারী। পরে কিছু তথ্য চুরি করেছে এবং বিনিময় দিলে তা ফেরত দেয়া হবে মর্মে হোয়াটসএ্যাপ কলে তাকে জানায় সেই অপরাধী। ফলে ব্যক্তিগতভাবে তিনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন মর্মে আশংকা প্রকাশ করছেন লক্ষীপুরের বারের এই আইনজীবি।

তিনি তার ফেসবুক পেইজে উল্লেখ করেন, “আজ ৮ এপ্রিল, ২০২৪্ ইং দুপুরে মোবাইল ফোন হারিয়ে/চুরি হয়ে যায়।মোবাইল ফোন হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার বিষয়ে থানায় জি,ডি করতে যাওয়ার জন্য সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে চেম্বারে আসলাম।তালা খুলতেই দেখি কে বা কাহারা আমার চেম্বারে দরজার নীচ দিয়ে ফোনটি রেখে গেছে।

আমার ফোনে থাকা অনেক ব্যক্তিগত তথ্য /ডকুমেন্টস চুরি হয়ে গেছে। আমার কাছে অপরিচিত এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিছু দাবি করে বলে তার কাছ থেকে উক্ত তথ্য ফেরত নিতে হলে আমি তার কিছু চাহিদা পূরন করতে হবে ।আমি রাজী না হওয়ায় আমাকে ক্ষতি করার ভয় দেখায়।আমি একটা চক্রের ষড়যন্ত্রের শিকার হতে পারি। আমিও ICT Act এ মামলার করার ভয় দেখাই। দেখি বেচারা কতদূর যায়। সকল ফেইসবুক বন্ধুদের প্রতি অনুরোধ রইলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন আপত্তিকর পোস্ট বা কোন কিছু দেখলে দয়া করে আমাকে জানাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।”

অ্যাডভোকেট সাইফ উদ্দিন খোকন এর মোবাইল ফোন চুরি পরে তা ফেরত এবং তথ্য’র বিনিময় দাবী একটি সম্পূর্ন নতুন ধরনের অপরাধ। এহেন অপরাধের শিকার হতে পারেন যে কেউ । তাই সাবধানতা জরুরী মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা।

ক্রাইম ডায়রি//ক্রাইম