অবৈধ ইটভাটায় বিএসটিআই রংপুরের অভিযান

সিএম লাইসেন্স না থাকায় তা গ্রহণের  জন্য অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

অবৈধ ইটভাটায় বিএসটিআই রংপুরের অভিযান
ছবি-ক্রাইম ডায়রি

ক্রাইম ডায়রি ডেস্কঃ

সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রংপুর বিভাগের  খানসামা, বীরগঞ্জ, পীরগঞ্জ, রানীশংকৈল,  হরিপুর এবং বালিয়াডাঙী উপজেলায় ৩৩ টি অবৈধ ইটের ভাটায় বিএসটিআই, রংপুর এর অভিযান এবং নিয়মিত মামলার জন্য আলামত জব্দ করা হয়েছে।

অভিযানকারী দলের সুত্রে জানা গেছে,  সিএম লাইসেন্স না থাকায় তা গ্রহণের  জন্য দিনাজপুরের  মেসার্স আর এ টি ব্রিকস (RAT), মেসার্স আর এ টি ব্রিকস-২ (RAT), হলমেসার্স এস এইচ বি ব্রিকস - ১(SHB), এস এইচ বি ব্রিকস - ২(SHB), মা ব্রিকস (MBM), এবং ঠাকুরগাঁও জেলার এল ব্রিকস (MLB),  বি ব্রিকস (RBB), এ বি ব্রিকস (MAB),  ইট ভাটা (NEB), মেসার্স এস এস ই ব্রিকস (SSE), সোনালী ব্রিকস (SSE), এম এন ব্রিকস (MNB), বি এম ব্রিকস (BMB), বি আর ব্রিকস (BRB),  এন বি বি ব্রিকস (NBB), এম এন বি ব্রিকস (MNB), স্টার ব্রিকস (FOR), আর এম এস ব্রিকস, জি এইচ ব্রিকস (GHB), মাহি ব্রিকস (MMB),আয়মান ব্রিকস (MMA),  মেসার্স জোহানা ব্রিকস (জোহানা), জনতা ব্রিকস ফিল্ড (JHB) কে সিএম লাইসেন্স না করে ব্যবসা চালিয়ে যাওয়ায় প্রাথমিক সতর্কতা ও সিএম লাইসেন্স গ্রহনের পরামর্শ দেয়া হয়েছে। 

পাশাপাশি  দিনাজপুরের মেসার্স উজ্জ্বল ব্রিকস (UAB) এবং ঠাকুরগাঁও এর লিপা  ব্রিকস-১ (LIPA),মেসার্স নাহার ব্রিকস (MNB),  এস এ ব্রিকস ফিল্ড (SAB), পদ্মা ব্রিকস (পদ্মা), মেসার্স এম এইচ ব্রিকস (MHB), আর ব্রিকস ফিল্ড (MRB), মেসার্স এইচ আর ব্রিকস (HRB, মেসার্স বি বি ব্রিকস (MBB), মেসার্স শুভ ব্রিকস ফিল্ড (S*B) কে সিএম লাইসেন্স নবায়নের জন্য   পরামর্শ দেয়া হয়েছে। 

জনস্বার্থে বিএসটিআই এর অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই রংপুর সূত্রে জানা গেছে। 

ক্রাইম ডায়রি // অভিযান-জেলা