ভাড়া ইস্যূতে ড্রাইভার হেলপার গণপিটুনিতে নিহত

পবিত্র রমজানুল মোবারককে বলা হয় নিষিদ্ধ মাস। এই মাসে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ , হানাহানি হারাম । মহা শান্তির এই মাসে একদল হায়েনার আক্রমনে প্রাণ হারালেন দুটি তাজা প্রাণ। কলমের খোঁচায় কত দুর্নীতি। কিছু্ই বলেনা কেউ। সবাই চায় বড়লোক হতে। দু’পয়সা বেশি রোজগার করতে। ওরাও চেয়েছিল। খেশারত দিল প্রাণের বিনিময়ে।

ভাড়া ইস্যূতে ড্রাইভার হেলপার গণপিটুনিতে নিহত
ছবি- অনলাইন হতে সংগৃহীত

বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িতে উঠে তার ভাইকে মারধর করে মেরে ফেলে। এরপর চালককেও তারা মারধর করে।

মেহেদী হাসান রকি, আশুলিয়া প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে যাত্রীদের মারধরে আহত বাসচালক ও সহকারী মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে ইপিজেড সংলগ্ন এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীদের মারধরে তারা আহত হন। যাত্রীরাই তাদের হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন—ইতিহাস পরিবহণ বাসের চালক সোহেল রানা বাবু (২৬) ও তার সহকারী হৃদয় (৩০)। আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহণের চালক ও হেলপার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিহত হৃদয়ের বড় ভাই আতিকুল ইসলাম জানান, একজন যাত্রী মিরপুর থেকে গাড়িতে ওঠেন। রাস্তায় ভাড়া নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। ভাড়া ২০ টাকা বেশি নিয়ে কথা কাটাকাটি হয়। বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িতে উঠে তার ভাইকে মারধর করে মেরে ফেলে। এরপর চালককেও তারা মারধর করে। 

ক্রাইম ডায়রি/ক্রাইম