মানবিকতার দৃষ্টান্ত নিঃস্ব মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালেন চট্টগ্রামের নতুন ডিসি
প্রয়োজনের কথা জানার পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আরও ৭৫ হাজার টাকার অনুদান অনুমোদন করেন তিনি।
হোসেন মিন্টু, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ বরুমছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ ইউনুচের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
গত ২০ নভেম্বর বিকেলে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়ে যায় মুক্তিযোদ্ধা ইউনুচের ছয় কক্ষবিশিষ্ট টিনশেড বাড়িটি। পুড়ে যায় রান্নাঘর, মোটরসাইকেল, আসবাবপত্রসহ পরিবারের সবকিছু।
এতে স্ত্রী-সন্তান নিয়ে ১১ সদস্যের পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড স্ত্রী এবং বার্ধক্যজনিত নানা অসুস্থতার মধ্য দিয়ে দিন কাটানো এই মুক্তিযোদ্ধা চরম দুর্বিষহ পরিস্থিতিতে পড়েন।মানবেতর অবস্থার খবর পৌঁছায় সদ্য দায়িত্ব গ্রহণকারী জেলা প্রশাসকের কাছে। দায়িত্বের ব্যস্ততার মধ্যেই তিনি দ্রুত সহায়তা দিতে নির্দেশ দেন।
তার নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ বান্ডেল টিন, নগদ ২০ হাজার টাকা, ২৫ কেজি চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। কিন্তু এখানেই থেমে থাকেননি মানবিক ডিসি জাহিদুল ইসলাম।
দীর্ঘ সরকারি বৈঠকের মাঝেই তিনি নিজ দপ্তরে ডাকেন মুক্তিযোদ্ধার ছেলে রাকিবকে। ঘর পুনর্র্নিমাণে অতিরিক্ত প্রায় ৭৫ হাজার টাকার প্রয়োজনের কথা জানার পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আরও ৭৫ হাজার টাকার অনুদান অনুমোদন করেন তিনি।
পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউএনওকে পরিবারটির সার্বিক খোঁজখবর রাখার নির্দেশও দেন।
চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে রাকিব বলেন, “ডিসি স্যার সত্যিকারের মানবিক মানুষ। আমরা ভাবতেই পারিনি এত দ্রুত তিনি সহায়তা দেবেন। সকালে আবেদন করেছিলাম, আর বিকেলেই ৭৫ হাজার টাকার অনুদান পেলাম। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।”
দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই মানুষের দুঃসময়ে এমন সহায়তা প্রদর্শন জেলা প্রশাসকের মানবিক, সেবামুখী প্রশাসনের অঙ্গীকারেরই উজ্জ্বল প্রমাণ।
মুক্তিযোদ্ধা ইউনুচ পরিবারের প্রতি তার দ্রুত সাড়া দেখিয়ে দিলো-মানবিকতা এখনো প্রশাসনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা মানুষের বিপদের সময় আশার আলো হয়ে উঠে আসে।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










