পতেঙ্গায় পারিবারিক কলহে গার্মেন্টস কর্মীকে হত্যা: মূল হোতাসহ গ্রেফতার ২
পারিবারিক কলহের জেরে ফেরদৌসি আক্তার (৩২) নামে এক গার্মেন্টস কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান আসামীসহ দুইজন গ্রেফতার।
পারিবারিক কলহের জেরে ফেরদৌসি আক্তার (৩২) নামে এক গার্মেন্টস কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান আসামীসহ দুইজন গ্রেফতার।
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পারিবারিক কলহের জেরে ফেরদৌসি আক্তার (৩২) নামে এক গার্মেন্টস কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) পতেঙ্গা মডেল থানার একটি দল অভিযান চালিয়ে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকা থেকে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামী মোঃ রনি (২৮) ও ৩ নম্বর আসামী সোলাইমান (৪৮)-কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, নিহত ফেরদৌসি আক্তার ২০১৩ সালে মোঃ লোকমান হোসেন (৪৫)-এর সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ চলতে থাকে। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা (৮) ও একটি পুত্রসন্তান (৩) রয়েছে।
গত ১৩ জুলাই রাত ১১টা ৩০ মিনিটে ধুমপাড়া, চড়িহালদার মোড় এলাকার আবু বক্করের ঘরের সামনে ফেরদৌসি আক্তারকে তার স্বামী লোকমান হোসেন ও দেবর রনি উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ মামুন খান বাদী হয়ে ১৪ জুলাই পতেঙ্গা থানায় হত্যা মামলা (নং-১২, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন।
মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই হারুনুজ্জামান রোমেল জানান, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজ এবং সহকারী কমিশনার জামাল উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে টানা অভিযানে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ক্রাইম ডায়রি// আদালত










